দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জমি দাতা ও প্রাক্তন চেয়ারম্যান, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, দেবীশহর এ্যাগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রাক্তন সভাপতি, নলতা আহছানিয়া মিশনের আজীবন সদস্য, বীর মুক্তিযোদ্ধা বাবু মনোরঞ্জন মুখার্জীর অন্তষ্টক্রিয়া আজ দুপুরে দেবিশহর শশ্মানে সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে দেবিশহর ফুটবল মাঠে রাষ্টীয় মর্যাদায় তাকে “গার্ড অফ অনার” প্রদান করা হয়।
গত ২৬শে জানুয়ারী দুপুরে বাবু মনোরঞ্জন মুখার্জী বার্ধক্য জনিত কারণে তার নিজস্ব বাস ভবনে মৃত্যুবরণ করেন।