Spread the love

এসভি ডেস্ক: সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, অধিকাংশ হাসপাতালে বেশিরভাগ চিকিৎসকই অনুপস্থিত। 

গত ২১ জানুয়ারি দেশের আট জেলার সরকারি ১১ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে একযোগ অভিযান চালায় দুদকের অ্যানফোর্সমেন্ট টিম। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালানো অভিযানে মোট চিকিৎসকদের প্রায় ৪০ ভাগ ডাক্তারকে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি। 

এমতাবস্থায় সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। 

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নেয়া হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে ডাকযোগে এ নোটিশ দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, সরকারি চাকুরিজীবীরা কোনও প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অবাধে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। 

আর তাতে সারা দেশের সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।