এসভি ডেস্ক: সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন, পুলিশ সদস্য যদি কোন নিরীহ মানুষকে হয়রানি ও ঘুষ বাণিজ্য করে তাহলে সেই পুলিশ সদস্যের পোশাক খুলে নেওয়া হবে। পুলিশ জনগণের বন্ধু। জনগনের সেবা করার দায়িত্ব পুলিশের।
মঙ্গলবার দুপুর ১২ টায় ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুণ’ এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে পাটকেলঘাটায় থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা) সার্কেল অপু সরোয়ার, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎসাধু, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ। এ সময় উপস্থিত সর্ব সাধারণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।