কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৪র্থ শ্রেণীর কর্মচারী শরিফুল ইসলাম শরিফের পিতা প্রয়াত আব্দুর রব মুন্সীর(৮২) আত্মার মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ই জানুয়ারী) দুপুরে যোহর নামাজের পর তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডের নিজ বাড়ীতে এ দোয়া অনুষ্ঠিত হয়। কলারোয়া সরকারী কলেজের প্রাক্তন অধ্যাক্ষ আব্দুর রাজ্জাকের পরিচালনায় দোয়া অনুষ্ঠান পূর্বক প্রয়াত রব মুন্সীর স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম আবুল কালাম, উপজেলা জামে মসজিদের ইমাম কামরুল ইসলাম, ট বাজার জামে মসজিদের ইমাম ওসমান গনী, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী, মাওলানা তৌহিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, প্রায়ত রব মুন্সীর ছেলে শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এছাড়া দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মফিজুল হক, শেখ জামিল হোসেন, হাবিবুর রহমান হাব্বি, ড্রাইভার, প্রৌকশলী ওজিয়াহুর রহমান, কাজী শাহাজাদাসহ অসংখ্য মুসুল্লীগন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ আলহাজ্জ্ব হযরত মাওলানা আব্দুল বারী।
প্রয়াত আব্দুর রব মুন্সী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার বিকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।