March 8, 2021, 8:46 am
এসভি ডেস্ক: যেকোন পরিস্থিতি মোকবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ‘সংকটময়’ রাজনৈতিক পরিস্থিতি নিরসনে নিজের শক্তি প্রদর্শনে রবিবার (২৭ জানুয়ারি) বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, পার্বত্য এলাকায় ট্যাংকের মহড়ার মতো নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন।
গত মে মাসে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। চলতি মাসের শুরুতে শপথ নেন বামপন্থি এ রাজনীতিক। তবে বিরোধীরা প্রথম থেকেই কারচুপির অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দেশের যখন এই অবস্থা তখন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন হুয়ান গুইদো।
মাদুরোর বিরুদ্ধে ভেনেজুয়েলার হাজার হাজার মানুষ বিক্ষোভ করলেও তার প্রতি সমর্থন ধরে রেখেছে সেনাবাহিনী। চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তাদের ‘ভেনেজুয়েলার মানুষের পাশে থাকার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।
All rights reserved © Satkhira Vision