এসভি ডেস্ক: মোবাইল অপারেটররা তিন দিনের নিচে কোনও ভয়েস কল ও ইন্টারনেট প্যাকেজ দিতে পারবে না বলে নির্দশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। রবিবার (২৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটি এ নির্দশনা জারি করে।
বিটিআরসি’র নির্দেশনায় বলা হয়, মোবাইল অপারেটরদের সকল প্যাকেজের নূন্যতম মেয়াদ হবে তিন দিন। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
নির্দশনায় আরও বলা হয়, কোনো ইন্টারনেট প্যাকেজ ছাড়া একজন গ্রাহক ‘পে পার ইউজ’ বা ব্যবহার অনুযায়ী খরচের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টাকা পর্যন্ত ব্যবহারের সুযোগ দেয়া যাবে। ৫ টাকার বেশি খরচ হলে গ্রাহকদের নির্দিষ্ট প্যাকেজে যেতে হবে।
এর আগে ১৬ জানুয়ারি টেলিযোগাযোগ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিটিআরসি’র চেয়ারম্যান জানিয়েছিলেন, বিটিআরসি সাত দিনের নিচে কোন প্যাকেজ না দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বিটিআরসি’র এমন সিদ্ধান্তে আপত্তি তুলে মোবাইল অপারেটরা। তাদের দাবি, স্বল্প-মেয়াদী প্যাকেজ থেকেই তাদের বেশি লাভ হয়। শেষ পর্যন্ত সাত দিন থেকে সর্বনিম্ন মেয়াদ তিন দিনে নামিয়ে আনা হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে ‘পে পার ইউজ’ এর ক্ষেত্রে গ্রাহকের প্রতারিত হওয়ার অভিযোগ ছিল। বিটিআরসি’র নতুন সিদ্ধান্তের ফলে অপারেটরদের দ্বারা গ্রাহকের প্রতারিত হওয়ার ঝুঁকি কমে যাবে।