Spread the love

শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটায় ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্ণামেন্ট- ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্বেতপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধহাটা ফ্রেন্ডস স্পোটিং ক্লাব এর আয়োজনে “মাদককে না বলুন, খেলাকে হা বলুন” শ্লোগানকে সামনে রেখে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। অনুষ্ঠানে প্রভাষক মাহবুবুল হক ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, আলমগীর হোসেন আঙ্গুর, সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসলেমা খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলি, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, এজদান আলি, আঃ আজিজ, ইমন, শাওন, আলমগীর, বিল্লাল, জাহিদ, আব্দুল্লাহ, মান্নান, সোহাদা, সুজন, নাহিদ, ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেন। শ্বেতপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট হাতে মাঠে নেমে নির্দ্ধারিত ২৫ ওভারের খেলায় ২২ ওভারে ১৬৯ রান করে অল আউট হয়ে যায়। জবাবে বুধহাটা ফারুক সুপার মার্কেট ক্রিকেট একাদশ ২০.৫ বলে ১১৯ রান তুলে অল আউট হয়ে যায়।

ম্যান অব দ্যা সিরিজ হন বিজয়ী দলের আজিজুল। সেরা ফিল্ডার রানা, সেরা বোলার আজিজুল ও সেরা ব্যাটস ম্যান সাইদ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হোসেন আলি। আম্পায়ার ছিলেন শামিম ও আনারুল। ধারাভাষ্যে আমিনুর ও বিল্লাল।