March 8, 2021, 9:14 pm
এসভি ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে মাদ্রাসা ছাত্র ইসমাইল হোসেন (১২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন পাটকেলঘাটার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা বলেন, পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় ইসমাইল হোসেন পড়াশুনা করতো এবং মাদ্রাসার বোডিং থাকতো। তার মৃগী রোগ ছিল বলে জেনেছি। ভোরে পুকুরে অযু করতে যেয়ে পানিতে পড়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মাদ্রাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে।
All rights reserved © Satkhira Vision