এসভি ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব গাজী জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির সভাপতি, সাবেক পিপি এ্যাডঃ ওসমান গনি।
কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাঃ গাজী আজিজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মানবাধিকার কমিশন এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, সদস্য অধ্যাঃ আতিয়ার রহমান ও গোবিন্দ লাল সরদার প্রমুখ।
সম্মেলনে অংশগ্রহণকারী সকলের সম্মতিতে কালিগঞ্জ উপজেলা শাখায় গাজী জাহাঙ্গীর কবীরকে সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।