কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এতিম বালিকাদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাজিরহাটের গোয়ালচাতর অরফান কেয়ার (জিওসি) উদ্দ্যোগে ৮০জন এতিম বালিকাকে ২৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
জিওসির পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী বাবুল আক্তার স্বপনের অর্থায়নে এ উপবৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে সেখানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।
প্রভাষক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজিরহাটা ডিগ্রি কলেজের প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্পাদক মনিরুজ্জামান, কাজিরহাট সাহিত্য পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সমাজসেবক বজলুর রহমান, আব্দুর রাজ্জাক, শাহীন হোসেন, এতিমখানার শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।