আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ ব্যানার্জী, সমাজসেবা অফিসার ইমদাদুল হক, কৃষি কর্মকতা (ভারপ্রাপ্ত) রাজিবুুল হাসান, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না প্রমুখ।