আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ডের শূন্য ঘোষিত সদস্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী। ইউপি সদস্য আব্দুস সাত্তারের মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে যায়।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাইফুর রহমান জানান, আনুলিয়ার আটানী গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ২ নং সাধারণ ওয়ার্ডের সদস্য আব্দুস ছাত্তার ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মৃত্যু বরণ করায় পদটি শূন্য হয়। নির্বাচন বিধিমালা অনুযায়ী উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।
তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুুয়ারি। বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।