নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকেসাতক্ষীরা সদর ০২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) দপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গণমানুষের প্রাণের নেতা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। মানপত্র পাঠ করেন লক্ষী রাণী রাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির দাতা সদস্য শাহ আলম হাসান শানু, বিদ্যুৎসায়ী সদস্য মো. জাহিদ হাসান আলতু ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।
অপরদিকে সংবর্ধনা শেষে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুল হামিদ আল-হাফিজ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664