কালিগঞ্জ প্রতিনিধি: রোটারী ক্লাব অব ঢাকা প্রিয়াম ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের শতাধিক অসহায় দরিদ্র বয়ঃবৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব রয়েল ক্লাবের সভাপতি আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব রয়েল ঢাকার সভাপতি মোঃ আবু মুসা, সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান রেজাউল ইসলাম সোহাগ, নমিনি সভাপতি কামরুজ্জামান বুলু, সমাজ সেবক মোহাঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ফেরদৌস হোসেন, আল বারাকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী ইউপি সদস্য নুর মোহাম্মাদ বাচা মোল্লাহ প্রমুখ।
সাতক্ষীরা রোটারী ক্লাব অব রয়েলের উদ্ব্যোগে আগামী ১২ ফেব্রুয়ারী ছানীপড়া চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হবে।