খাজরা প্রতিনিধি: মাঘ মাসের কনকনে শীতের হাওয়া তার সাথে মাঝে মাঝে শৈত্যপ্রবাহ শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়ে যায়। কথায় আছে মাঘের শীতে বাঘ পালায়। কিন্তু আমাদের কৃষক ভাইদের মাঠ ছেড়ে পালানোর সুযোগ নাই। কেননা এ সময়টা কৃষির একটা ব্যস্ততম সময়। সারা দেশের ন্যায় এখন সমস্ত খাজরা ইউনিয়নে চলছে বোরো ধানের চারা রোপনের সময়। খাজরা ইউনিয়নের অধিকাংশ বিলে লবন পানির মৎস্য চাষ হওয়ায় সামান্য কিছু জমিতে বোরো আবাদ করা হয়।
স্থানীয় খালিয়া গ্রামের কৃষক কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় সময়মত সার ও কীটনাশক পাওয়ায় তারা বোরো আবাদের প্রতি আগ্রহ দেখিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি অফিসারদের নিয়মিত পরামর্শ। আবহাওয়া ঠিক থাকলে এবার বোরো চাষে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন।