আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাবেক মহলিা ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, নারী অধিকার সংরক্ষন’র এক অতন্ত্র প্রহরী, উপজেলা নির্বাচন-১৯ এর সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপিকা পারভিন নাসিমা আক্তার শিল্পী।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে উপজেলাকে মডেল উপজেলায় রুপ দিতে যা-যা করা প্রয়োজন তাই করবেন বলে মত প্রকাশ করেন।
মতবিনিময়কালে দরগাহপুর প্রেস ক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, উপজেলা প্রেসক্লাব’র যুগ্ন-সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, দরগাহপুর প্রেস ক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, যুগ্ন-সম্পাদক শেখ আরাফাত সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সোলাইমান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে তিনি আশাশুনি সদর, গোয়ালডাঙ্গা, মাদিয়া, বড়দল সহ বিভিন্ন জায়গায় মত বিনিময় ও গণসংযোগ করেছেন বলে সাংবাদিকদের জানান।