আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের অভিযানে চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার এসআই বিজন সরকার সংগীয় ফোর্স নিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ গোদাড়া গ্রামের মৃত আঃ করিম সরদারের ছেলে আব্দুল সবুর সরদারকে আটক করেন।
অপর দিকে এসআই সঞ্জীব সমদ্দার সংগীয় ফোর্স নিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোদকনা গ্রামের আফতাব মিস্ত্রীর ছেলে খায়রুল আলমকে আটক করেন। এব্যাপারে মাদকদ্রব্য আইনের পৃথক দুটি মামলা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।