দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা কেওড়াতলা এলাকার একটি ঘেরের ভেতর হতে দিনমজুর আলী হোসেন (২৬)কে জবাই করে হত্যার ঘটনায় স্ত্রী আসমা খাতুনকে করেছে পুলিশ।
নিহত আলী হোসেন দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত আহম্মাদ আলীর ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লবনাথ সাহা জানান, মঙ্গলবার রাত ৭ টার দিকে বাড়িতে বাহির হওয়ার পরে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজা খোঁজি পর তার সন্ধান না পেয়ে তার চাচাত ভাই সখিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আকবার আলী বুধবার সকাল ১০ টার দিকে থানায় সাধারণ ডায়েরি করতে যান।
ওই মুহুর্তে স্থানীয়রা সখিপুরে চলেডাঙ্গায় এলাকায় আশরাফুল সরদারের মাছের ঘেরের মধ্যে আলী হোসেনের গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী আসমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছেএবং মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।