দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা কেওড়াতলা এলাকার একটি ঘেরের ভেতর হতে এক দিনমজুরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক আলী হোসেন (২৬) উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত.আহম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একটি মাছের ঘেরে জবাই করা মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। আলী হোসেন দিনমজুরের কাজ করতো।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বা তার সঙ্গে কারো পূর্ব শত্রুতা রয়েছে কিনা তাৎক্ষণিক এখনো জানা যায়নি। তবে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।