এসভি ডেস্ক: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সকালে তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামাল জানান, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কোন দলের পক্ষে ভোট চাইতে পারেননা। এ অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ২০ ডিসেম্বর বিকেলে কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এ্যাক্সোবেটিক প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ। বক্তব্যে তিনি উপস্থিত দর্শকদের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এ ব্যাপারে শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদার কাছে সাতক্ষীরা-১ আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তাকে প্রত্যাহারের দাবিতে লিখিত অভিযোগ করেন।