February 27, 2021, 6:25 am
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ জামায়াত-বিএনপির ১২জনকে আটক করেছে।
বুধবার রাতে কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা সূত্র জানা যায়, আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার কাশিয়াঙ্গা গ্রামের শহিদুল ইসলাম মোল্যা (৪৫), গদখালীর সাইফুল ইসলাম রিপন (২৮), হিজলদী গ্রামের মুজিবর রহমান মোল্লা (৩৮), ব্রজবাকসা গ্রামের সোহেল (৩০), রামভদ্রপুর গ্রামের হেলাল আনছারী (৩৬), মানিকনগর গ্রামের সাবান আলী (৪৫), দলুইপুর গ্রামের তাসলিমা (৩৭), মরজিনা খাতুন (২৮), সাবিকুন্নাহার সারমিন (২৭) ও হাজিরা খাতুন (৪৭)।
এছাড়া অন্য মামলায় আরো দু’জনকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে আটককৃতদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
All rights reserved © Satkhira Vision