নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সৈয়দ দিদার বখতকে বিজয়ী করতে তালা উপজেলার খেশরা ইউনিয়নব্যাপী ছাত্র সমাজের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টা থেকে জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ ও পথসভা শুরু হয়।
খেশরা ইউনিয়নের রাজাপুর, শাহপুর, মহিষাডাঙ্গা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম।
গণসংযোগে অংশ গ্রহন করেন খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জাপা নেতা মিজানুর রহমান, খেশরা ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি রিয়াদ হোসেন, ছাত্র সমাজ নেতা ফারুক হুসাইন, লতিফুর রহমান, সোহাগ হোসেন, কাজী জীবন, আব্দুল গফুর সরদার, যুব সংহতি নেতা বাবলুর রহমান, মতিয়ার সরদার, লিটন গোলদার, রহমত বিশ্বাস, হালিম বিশ্বাস, সেচ্ছাসেবক পার্টির তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি শামীম হোসেনসহ আরো অনেকে।
পথসভা ও গণসংযোগে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতকে লাঙল প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দোয়া কামনা করা হয়।