এসভি ডেস্ক: রাশিয়ার কাছ থেকে ৩০৪ কোটি টাকা ব্যয়ে এয়ার উইংয়ের জন্য ২টি হেলিকপ্টার কেনার চুক্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে জেএসসি রাশিয়া হেলিকপ্টারস নামে রাশিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি করে বিজিবি। বাংলাদেশ সরকারের ‘জিটুজি’ পদ্ধতিতে এ দু’টি হেলিকপ্টার কেনা হচ্ছে।
চুক্তিতে বিজিবির মহাপরিচালক সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারসের পক্ষে আন্দ্রে ফোর্তে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩৮ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা) ব্যয়ে এমআই (MI-171E) সিরিজের দুইটি হেলিকপ্টার কিনছে সীমান্তরক্ষী এই বাহিনী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকার দুর্গম স্থানগুলোতে নজরদারি বাড়াতে, সেসব স্থানে বিওপি তৈরি ও লজিস্টিক সহায়তা পৌঁছে দিতে, বিভিন্ন উদ্ধার অভিযান চালাতে ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতেই হেলিকপ্টার দুইটি কেনা হচ্ছে। প্রয়োজনবোধে পরবর্তীতে হেলিকপ্টারের সংখ্যা আরো বাড়ানো হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম, ঢাকায় রাশিয়ান দূতাবাসে নিযুক্ত মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে কর্নেল ইউরি পি লেভশেঙ্কোসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এমআই সিরিজের হেলিকপ্টারগুলো দুর্ঘটনায় পড়ার হার কম। এগুলো জিরো ভিজিবিলিটিতে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীতে ২৬ জন আরোহী নিয়ে চলাচল করতে পারা এই সিরিজের হেলিকপ্টার রয়েছে। যে কারণে বাহিনী দুটির পাইলটরা এটির সঙ্গে বেশ পরিচিত।
হেলিকপ্টারগুলো দুর্গম অঞ্চলে সৈনিক মোতায়েন, পণ্য পরিবহন, উদ্ধার তৎপরতা এবং দুর্গম এলাকায় নজরদারি বাড়াতে ব্যবহার হয়। তবে সেসব হেলিকপ্টার আর্মি ভার্সনের হলেও বিজিবির জন্য কেনা হচ্ছে সিভিল ভার্সনের হেলিকপ্টার।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664