এসভি ডেস্ক: কালিগঞ্জে কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রেজওয়ান পারভেজ (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আশাকুল ইসলামের ছেলে।
প্রেম ঘটিত কারণে কলেজ ছাত্র রেজওয়ান আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রেজওয়ান পারভেজ নিজ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী বলেন, ঘটনাস্থলে যেয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যৃ মামলা হয়েছে।