এসভি ডেস্ক: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত কিছু দিনে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। আমরা পুলিশের বিরুদ্ধে আর কোনও অভিযোগ শুনতে চাই না।’
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ আন্তর্জাতিক কনভেনশন হলে চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইসি সচিব বলেন, ‘পুনরায় যাতে কোনও অশান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।’
নির্বাচনের কাজে পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
হেলালুদ্দীন বলেন, ‘ভোটের মাঠে যাতে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং রোহিঙ্গারা যাতে কারও পক্ষে ভাড়ায় ব্যবহার হতে না পারে সেজন্য ১০ লাখ রোহিঙ্গা ক্যাম্প নির্বাচন পর্যন্ত সিল করা হবে।’
রোহিঙ্গাদের ওপর কড়া নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘নির্বাচনে দেশের ৫টি জেলাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলো হল- কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া।’
হেলালুদ্দীন বলেন, ‘৪ দিনের জন্য জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামবে। ২৪ তারিখ থেকে সেনাবাহিনী এবং বিজিবি একযোগে মাঠে থাকবে। ইতোমধ্যে মঙ্গলবার থেকে কয়েকটি স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবে।’
ইসি সচিব বলেন, ‘২১ ডিসেম্বর থেকে বৈধ অস্ত্র জমা দিতে হবে। যারা জমা দেবে না তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
প্রতিদিনের মোবাইল কোর্টের প্রতিবেদন অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ইসি সচিব।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার কমডোর আবু আশরাফ, সেনাবাহিনী চট্টগ্রাম জিওসি’র প্রতিনিধি ২৪ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার সামশুজ্জামান, বিজিবি’র চট্টগ্রাম রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ার মো. আদিল, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খানসহ সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর জেলা পর্যায়ের কর্মকর্তারা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608