Spread the love

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের প্রতিপক্ষ জাতীয় পার্টি নয় অথচ বিভিন্নস্থানে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারগাড়ি ভাংচুর চালিয়ে মাইকসেট ছিনিয়ে নেওয়া হচ্ছে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাতে গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কিছু হাইব্রিড দালাল শ্রেণি এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 

সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পাটকেলঘাটা সদরে জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখতের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তার কর্মীরা এসব কথা বলেন। 

তারা আরও বলেন, এ আসনে ১৪ দলের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে জনগণ চায় না। মাঠে ভোট নেই জেনেই পরিকল্পিতভাবে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উপর হামলা ও প্রচার মাইক ছিনতাইয়ের ঘটনা ঘটানো হচ্ছে। সুকৌশলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির রাজনৈতিক দূরত্ব বাড়িয়ে দেওয়া চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখতকে লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের পরিচালনায় অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, জাপা নেতা সৈয়দ আবুল কালাম আজাদ, এসএম মকবুল হোসেন, মাসুদ হাসান মনি, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, ছাত্র সমাজ নেতা ফারুক হুসাইন, আহসান হাবিব প্রমুখ।

এ সময় তালা উপজেলার ১২ টি ইউনিয়নের জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।