March 6, 2021, 11:56 am
এসভি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে সাতক্ষীরার-১ ও ২ আসনে ৬ প্লাটুন এবং ৩ ও ৪ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় তারা তাদের কার্যক্রম শুরু করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার ও ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়োন করা হয়েছে। আইনশৃঙ্গলা দেখভাল করার পাশাপাশি তারা নিয়মিত টহল দেবে।
নির্বাচন উপলক্ষে বিজিবি টহল দিচ্ছে বলে তারা জানান।
All rights reserved © Satkhira Vision