এসভি ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা নলতা গ্রামে জেলে পাড়ার আশেপাশে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, গভীর রাতে তার ইউনিয়নের বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে ঘটনাস্থল থেকে কেন আলামত পায়নি। ওই এলাকায় ১০০ বিঘা জমির হারি নিয়ে বিরোধ চলছিল। সব নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।