নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্যা মো. আবু কাউছার বলেছেন, ‘বাংলার স্বাধীনতার স্বপক্ষের জনতা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের লক্ষ্যে জেগে উঠেছে। কোন অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবেনা।’
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের সংগ্রাম টাওয়ারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু’র সভাপতিত্বে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সাতক্ষীরা সদর আসনে অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও এমপি রবিকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, সহ-গ্রন্থগার সম্পাদক রফিকুল ইসলাম বিটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফি খান, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুবুল আলম খোকন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেব আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী।