আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন, ‘কেউ আইন শৃংখলা অমান্য করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এই নির্বাচন দেশের ইতিহাসে নজিরবিহীন নির্বাচন হিসাবে পরিগণিত হবে। নির্বাচনী আচরণবিধি লংঘন করা হলে কঠোর হস্তে দমন করা হবে। ২০১৩-১৪ সালে যারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছিল, তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যে কারাগারের নেওয়া হয়েছে। বাকীদেরকেও ধরা হবে। অসহায় মানুষ ও কোন নিরাপদ মানুষকে হয়রানী করা হবেনা।’
শনিবার বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।