March 8, 2021, 7:00 am
এসভি ডেস্ক: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবিরকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং তৈরির জন্য ‘দলবাজ’ পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে তাদের তালিকা ইসিতে দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। ওই তালিকায় নাম ছিল খুলনা মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবিরের।
All rights reserved © Satkhira Vision