এসভি ডেস্ক: বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভেশ কুমার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রাভেশ কুমার বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এই মন্তব্য করেন।
ব্রিফিংয়ে সংবাদকর্মীরা বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে ভারতের পর্যবেক্ষণ জানতে চান। জবাবে রাভেশ কুমার বলেন, ‘বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশি এবং বন্ধু রাষ্ট্র। এই নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা শোভা পায় না।’