Spread the love

তালা প্রতিনিধি: দুটি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ অনিমেষ মন্ডল (৩২)কে আটক করেছে তালা থানা পুলিশ ৷

বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা তালার বাতুয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক অনিমেষ উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে  জানা যায়, অনিমেষ মন্ডলের কাছে অস্ত্র ও গুলি রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার বাড়ি থেকে দুটি ওয়ানশুটার গান, একটি চাইনিজ কুড়াল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

তালা থানার ওসি মেহেদী রাসেল, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।