Spread the love
ফিরোজ জোয়াদ্দার: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পাক হানাদার বাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। 
অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, চূড়ান্ত বিজয়ের ১০ দিন আগেই এ জনপদের সাহসী মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেন। তাই তাদের জানাই স্যালুট। তিনি আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে বলে জানান।
তিনি আরও বলেন, যার ভোট সেই দিবেন। যাকে খুশি তাকে দিবেন। তবে তা দেখে, শুনে, বুঝে দিবেন।
কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত গৌরবোজ্জ্বল এ দিবসের আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, দৈনিক পত্রদূত সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেঁজুতি, দৈনিক কালের চিত্র সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সেলিনা আনোয়ার ময়না, থানার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি,  কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এড. আশরাফুল আলম বাবু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।
এর আগে গৌরবোজ্জ্বল এ দিবসের সূচনায় সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সোয়া ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৮টায় গণকবরে পুস্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় একাত্তরের বেশে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শোভা রায়।