March 4, 2021, 3:15 pm
এসভি ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন আটক করেছে বিজিবি’র সদস্যরা। তবে এসময় কোন মাদক পাচারকারীকে আটক হয়নি।
বুধবার (৫ই ডিসেম্বর) রাত ৮ টার দিকে বড়আঁচড়া প্রাইমারী স্কুলের পাশ থেকে এ হেরোইন আটক করা হয়।
বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে হেরোইন এনে যশোরে নেওয়া জন্য বেনাপোল বড়আঁচড়া প্রাইমারী স্কুলের পাশে অবস্থান করছিল। এ সময় টহলরত বিজিবি’র সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন আটক করে ।
আইসিপি বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ হেরোইন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক হেরোইন আটকের ব্যাপারে বলেন, ৫০০ গ্রাম হেরোইন আটক করা হয়েছে তবে আসামী ধরা পড়েনি। আসামীদের আটকের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত হেরোইন কাস্টম করিডোরে জমা দেয়া হয়েছে।
All rights reserved © Satkhira Vision