Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটার কূখ্যাত শিবির ক্যাডার এহসান (৩০) কে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।

বৃহস্পতিবার(৬ই ডিসেম্বর) সন্ধ্যায় নগরঘাটা বাজারে নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করেন থানার এএসআই অনুপম বিশ্বাস।

শিবির ক্যাডার এহসান নগরঘাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তাছাড়া সে নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলে  এলাকায় চলাফেরা করতেন।

তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় ২০১৩ সালে নাশকতা মামলা তৎকালীন ওসিকে মারপিটসহ ১৩ টি মামলা রয়েছে। এর আগে একাধিক বার পুলিশের হাতে আটক হয়েছিলো শিবির ক্যাডার এহসান।

তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।