Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার চাম্পাফুল বাজার টু বদরতলা বাজার সড়কের বেহাল দশা জন জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

জন সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘ ১২ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

রাস্তার অধিকাংশ স্থানে ইট খোঁয়া কার্পেটিং উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এ অবস্থায় চলাচল করতে গিয়ে যানবাহন ও পথচারিরা দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষয় ক্ষতির মুখে পড়ছে। রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারী ও হালকা যানবাহন, পথচারী, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত সংস্কারের অভাবে রাস্তার অস্তিত্ব নষ্ট হতে বসেছে। রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা আশ্বাস দিয়ে যান বটে কিন্তু কাজের কাজ কিছুই হয়না।

সুধিজন বলেন, আমরা বাড়ি থেকে বিভিন্ন কাজ কর্মের জন্য বের হই কিন্তু জীবনের নিরাপত্তা থাকেনা।

৮ নং ওর্য়াডের ইউপি সদস্য আব্দুল হান্নান পাড় জানান, শোভনালী ইউনিয়নের গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। যার কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে নিজের অর্থ খরচ করে বিদ্যালয়ের সামনের রাস্তাটি সংষ্কার করেছেন বলে জানান।

এ রাস্তার মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি এতিমখানা এবং একটি জমে মসজিদ আছে। রাস্তাটি সংষ্কারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।