বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে সাতক্ষীরা-৩ আসন ছাড়া বাকি ৩টি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্ত।
রোববার মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এই বাতিল আদেশ দেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা এস এম মোস্তফা কামাল।
সাতক্ষীরা- ১ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন বি এম নজরুল ইসলাম (স্বতন্ত্র), তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার মুজিবুর রহমান, জেলা কৃষকলীগ নেতা বিশ্বজিত সাধু ও ন্যাপ নেতা হায়দার আলী শান্ত, সাতক্ষীরা-২ আসনে জেএসডি নেতা আফসার আলী ও সাতক্ষীরা-৪ আসনে খলিলুর রহমান(স্বতন্ত্র)।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তাফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার ৪টি আসনে ৩৮ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ তার মধ্যে ৭ জনের মনোয়ন বাতিল করে ৩১ জনের মনোয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।