March 4, 2021, 12:29 pm
এসভি ডেস্ক: ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপ্নীল মজুমদার (১৭)। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বপ্নীল শহরের বিসিক শিল্প নগরীর চাড়িপুর এলাকার সুমন মজুমদারের পুত্র। এবং পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদারের নাতি।
পাঁচগাছিয়া বাজারের ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া জানান, স্বপ্নিল নিজ ঘরে মোবাইল ফোনে চার্জ দিয়ে সুইচ অন করার পর মোবাইলটি বিস্ফোরণ ঘটে। এতে স্বপ্নীল গুরুতর আহত হয়। প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয় পরবর্তীতে সেখান থেকে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
All rights reserved © Satkhira Vision