March 7, 2021, 2:33 pm
নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা কর্তৃক সরকারি রাস্তার খাসের সম্পত্তির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে বড়দল মৌজার ০১ নং খাস খতিয়ানের ৪৯৪ দাগের বড়দল স্টান্ডের সন্নিকটে চেয়ারম্যানের বাড়ির পার্শ্ববর্তী ২টি শিশু গাছ কর্তন করা হয়েছে। যার মুল্য প্রায় ৬ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, গাছ দুটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা কর্তন করেছেন।
বড়দল ইউনিয়ন ভুমি কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল জানান, গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু চেয়ারম্যান আঃ আলিম মোল্যাকে না পেয়ে তার সহকারিকে বলে এসেছি গাছ যেখানে আছে সে স্থান থেকে না সরানো হয়। এদিকে ইউনিয়নের রক্ষক কর্তৃক অবৈধ ভাবে খাস সম্পত্তির সরকারি গাছ কর্তনের বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে।
বড়দলে ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা বলেন, আমার লাগানো গাছ, আমি কেটেছি। গাছ দুটি মারা যেয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি কেটেছি।
বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
All rights reserved © Satkhira Vision