March 6, 2021, 11:18 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্প পরিচালনা করা হয়। সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে এবং সদর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ডায়াবেটিস চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালের সাধারন সম্পাদক ডাঃ আজিজুল ইসলাম। সেবা কেন্দ্রে ডায়াবেটিস রোগীদের সেবা প্রদান করেন ডাঃ মাহামুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড. আব্দুল বারী, এ্যাড. ওসমান আলী, মোঃ মোক্তারুজ্জামান, গোলাম আযম প্রমুখ। অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪৫ জন ডায়াবেটিস আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
All rights reserved © Satkhira Vision