এসভি ডেস্ক: বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’। ছবিটি আগামী ১২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। শাহরুখের খানের ছবি বলে কথা। আলোচনাতেতো থাকবেই। তবে এবার পুরোপুরি ভিন্ন কারণে আলোচনায় আসলো ছবিটি।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে মুম্বাইয়ে ‘জিরো’-র সেটে আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে হঠাৎই জিরোর সেটে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন সেটে থাকা পুরো টিম। সেই সময় সেট থেকে কিছুটা দূরে মেকআপ ভ্যানে বসেছিলেন শাহরুখ খান।
আচমকাই আগুন লাগার খবরে হতচকিত হয়ে যান সকলেই। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।