Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় সড়ক দূর্ঘটনায় এক মটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার বিকালে বাঁকা টু কুল্যা সড়কের কুল্যার মোড়স্থ ওয়ার্ল্ড ভিশন অফিস সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের শাহদাত হোসেনের ছেলে মটরসাইকেল চালক আক্তারুল ইসলাম (২৮) প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে কুল্যার মোড়ের উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছালে কুল্যার মোড় থেকে ছেড়ে যাওয়া বাঁকা গামী একটি নছিমন তাকে ধাক্কা দেয়।

এসময় অপরদিক থেকে আসা মটরসাইকেল চালক আক্তারুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে তার বুকের উপর দিয়ে নছিমনের চাকা উঠে গেলে সে মারাত্বক ভাবে আহত হয়।

এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আক্তারুল ইসলামের পরিবারের কাছে তার লাশ হস্তন্তর করে। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী, ১ ছেলে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।