Spread the love

এসভি ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকার মনোনয়ন দাবিতে রোববার দুপুরে সড়ক অবরোধ ও রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আহত হয়েছেন সাতজন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার রাতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

জানা যায়, নৌকার মনোনয়ন দাবিতে রোববার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের একদল বিক্ষুব্ধ নেতাকর্মী। তারা শহরে মিছিল বের করে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল, টিভিসহ কার্যালয়ের আসবাবপত্র কুপিয়ে তছনছ করেন।এ সময় হুমায়ুন নামে এক ব্যবসায়ীর পার্টসের দোকানও ভাঙচুর করেন তারা।

পরে এ ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীরাও একটি মিছিল বের করেন। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।