এসভি ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণে ব্যবহার করা হবে বহুল আলোচিত এই মেশিন।
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লটারির মাধ্যমে ৪৮টি আসন থেকে এই ৬টি আসন নির্ধারণ করেছে ইসি। এই আসনগুলোর সবকটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে।
যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে সেগুলো হলো— ঢাকা উত্তর সিটি এলাকার আসন ঢাকা- ১৩, ঢাকা দক্ষিণ সিটির ঢাকা-৬, চট্টগ্রাম সিটির চট্টগ্রাম- ৯ আসনে।
অন্যান্য সিটি করপোরেশনের দুইটি আসনের মধ্যে রয়েছে রংপুর-৩ ও খুলনা-২ এবং সদর উপজেলা ও পৌর এলাকার আসন সাতক্ষীরা-২।