আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-০৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত হওয়ায় আসটির বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা থেকে চুড়ান্ত প্রার্থী হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে রবিবার সন্ধ্যায় আশাশুনি উপজেলা মটর সাইকেল চালক সমবায় সমিতি সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে।
এসময় উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি ইশার আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য জহুরুল গাজী, মজিবর গাজী, আল মামুন বাবু, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম সহ মটর সাইকেল চালক সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।