বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত এলাকা হতে আড়াই পিছ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আজ রবিবার সকাল ৭ টার দিকে উত্তর কুশখালীর মাঠ এলাকার ১১/৮ এস পিলারের ১০০ গজ বাংলাদেশের ভিতর হতে আটকের এ ঘটনা ঘটে।
আটক চোরাকারবারীর নাম সুব্রত সরকার(৩০। তিনি সদরের উত্তর কুশখালী(মাঠপাড়া এলাকার) দীনবন্ধু সরকারের ছেলে।
সাতক্ষীরার ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী সুব্রত সরকার ধানের বিজের ভেতরে করে ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল তাকে চ্যালেঞ্জ করে।
এরপর তার কাছে থাকা ধানের বিজের ভেতর হতে আড়াই পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ২৯১.৭৫০ গ্রাম। যার আনুমানিক মুল্য ১০ লক্ষ ৬০ হাজার টাকা।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in