ফারুক হোসেন রাজ, কলারোয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আওয়মী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে সাতক্ষীরা -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে জনমত সৃষ্টি হয়েছে ।
শনিবার (২৪ নভেম্বর) উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামীলীগ, যুবলীগ নৌকা বীজয়ের লক্ষ্যে কর্মি সমাবেশের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাছুমউজ্জামান মাছুম, যুবলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহীন।
এসময় আরও বক্তব্য রাখেন,চেয়ারম্যান মনিরুল ইসলাম, আওয়মীলীগ নেতা আব্দুল ওদুদ ঢালী, রেজা,কামরুল মেম্বর, হাসান মেম্বর।
সাতক্ষীরা চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে তৃণমূলে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মীসভার আয়োজন করা হয়। ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুপ্রভাত চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান সুমন, পৌর যুবলীগের আহ্ববায়ক জুলফিকার হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক সরদার নয়ন হোসেন, ২নং জালালবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, ৫নং কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা, রাশেদুল প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মান্নান।