কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্ত ঘেষা কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দেশের চলমান আইন শৃঙখলা ও ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা বিষয় নিয়ে বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, থানার সেকেন্ড অফিসার নাজিমউদ্দিন, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, আনারুল ইসলাম, উপজেলা খৃষ্টান এসিসোয়েশনের সভাপতি প্রশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ.সভাপতি সুনিল সাহা, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, সন্তোষ পাল, সন্দীপ রায়, আনন্দ ঘোষ, অধ্যাপক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবারিত দাস বাবাজী, প্রাক্তন শিক্ষক নিরাঞ্জন কুমার পাল, সন্তোষ কুমার পাল, বিশাখা তপন সাহা, রনজিৎ দত্তসহ কেঁড়াগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রম পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা-সদস্যও ভক্তবৃন্দ।