Spread the love
এসভি ডেস্ক: বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি ফ্ল্যাট থেকে নারীসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃতের নাম খালেদ মাহমুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস
অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক। তার স্ত্রী একজন পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।
এদিকে খালেদ মাহমুদকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা স্ত্রী নিজে বাদী হয়ে একটি যৌতুকের মামলা করেছেন।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে খালেদ মাহমুদের সুসম্পর্ক ছিল। সেই সূত্রে বুধবার বিকালে ওই নারীকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে নেন। পরে তাকে ধর্ষণ করেন।
তিনি আরো বলেন, ধর্ষিতা ওই নারীর স্বামী মোস্তফা সামছুল আরেফীন বাদী হয়ে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীর বাসা বনানী এলাকায়। তার একটি ছেলেসন্তান রয়েছে।
ওসি বলেন, বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে হাজির করা হয়। পরে তাকে হাজতে পাঠানো হয়েছে।